Wednesday 29 October 2008

এবার তবে নিজের ঘর সাজাই

রাশেদ যখন ব্লগস্পট নিয়ে টিউটোরিয়াল দিতে শুরু করল আমিও আগ্রহী হয়ে নিজের ব্লগস্পটটাকে নাড়তে শুরু করলাম। এর আগে এই ব্লগস্পটে শুধু লেখাগুলো জমিয়েই রাখতাম, আর কিছু করতাম না। কিন্তু রাশেদের টিউটোরিয়াল পড়ে ব্লগ সাজাতে গিয়ে কোনো দিশা পেলাম না। সময় নষ্ট না করে রাশেদকে ইমেইলে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে ব্লগ সাজাতে বললাম। রাশেদ করেও দিল কিন্তু আমি নতুন একটা থিম চেঞ্জ করতে গিয়ে গ্যাঞ্জজাম লাগিয়ে ফেললাম। পুনরায় রাশেদকে বিরক্ত করতে থাকি। রাশেদও বিজি, করি করি করেও আমার ব্লগটা সাজানোর সময় পেল না। আমিও ভুলে গেলাম নিজের ব্লগের কথা ...

Sunday 26 October 2008

নামচা ০১

আলুব্লগে প্রকৃতিপ্রেমিক জিজ্ঞাসা করছিল আজকাল আমাকে ব্লগে কেন দেখা যাচ্ছে না। আসলেই সত্যি, আগের মতো ব্লগে আর সময় দিতে পারছি না।

এ বছরের শুরুতেই বিয়ে করেছি। তাই সংসার গোছাতে সময় লেগেছে অনেক। নতুন বাসায় উঠেছি। বউয়ের ব্যাংক একাউন্ট, জিপি, ইন্স্যুরেন্স নাম্বার এগুলোর পিছে সময় দিতে হয়েছে। সবচেয়ে বেশি যা করতে হয়েছে তা হলো নিজেকে নিয়ন্ত্রণ। খাওয়া দাওয়া ঠিক সময়ে করার প্র্যাকটিস চালু করতে বাধ্য হয়েছি। সবচেয়ে পীড়াদায়ক যে বিষয়টি মেনে চলছি তা হলো সময়মতো ঘরে ফেরা।

Saturday 4 October 2008

নাস্তিকেরা কেন 'ইসলাম লইয়া' বেশি ফাল পারে?

সামহোয়ারের ফেল্টুস একটা পোস্ট দিয়েছে। তাতে তিনি যে প্রশ্নটি করেছেন সেটাতে উত্তর মেরু, দক্ষিণ মেরুর অনেক ব্লগারই খুশিতে বগল বাজিয়ে হিম ঠান্ডায় উষ্ণ কিংবা প্রচন্ড গরমে লেবুর শরবত পান করার সুখ পাচ্ছেন। নাস্তিকদের আহবান করছেন উত্তর দিয়ে যাবার জন্য। একজন নাস্তিক হিসেবে আমি আমার কথাটা বলছি।

তবে প্রথমে একটু প্রারম্ভিকা।

Friday 3 October 2008

প্রিয় ব্লগার সুমন রহমান (বিদ্যাকূট) এর প্রতি

সাম্প্রতিককালে হযরত মুহাম্মদ নিক নিয়ে এক আবালের কর্মকান্ডে আমারব্লগ বেশ গরম হয়ে উঠেছে। যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, যুক্তিতর্কে বিশ্বাসী তারা কখনোই এমনটা করবেন না। নাস্তিকের ধর্মকথার সাম্প্রতিক পোস্টে ও মন্তব্যে এ বিষয়টা সুন্দরভাবে উঠে এসেছে। তবে এ বিষয়টি নিয়ে ব্লগমন্ডলের এ পাড়া ও পাড়ায় বেশ আলোচনা চলছে।