Thursday 8 December 2016

প্রতিক্রিয়া

দর্শক ভোদাই না। দর্শকদের গালাগালি করবেন না। দর্শকদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলবেন না। দর্শক কখনোই আপনাকে বলে নাই, তারা পর্ণ দেখতে চায়। তারা আপনার কা‍‌ছে পর্ণ আশাই করে না। আজকে যে দর্শকের রুচি নিয়ে প্রশ্ন তুল‍‌ছেন, সারা জীবন সেই দর্শকের রুচির উপর ভরসা ও ভালোবাসা রেখেই নিজের ভাবনা মিশিয়ে সৃষ্টি তৈরি করে‍‌ছেন। আজকে আপনার নির্মাণ দেখ‍‌ছে না বলে সেই দর্শকের রুচি নিয়ে প্রশ্ন তুল‍‌ছেন?

Friday 2 December 2016

টিভি দর্শকদের উদ্দেশ্যে কি‍‌ছু কথা ...

FTPO-র আন্দোলনের আগে-পরে থেকেই শিল্পী-কলাকুশলীর কাজের মান নিয়ে দর্শকরা ফেসবুকে, পত্রিকায় FTPO-র প্রকাশিত বিভিন্ন সংবাদের কমেন্ট সেকশনে নানারকম মন্তব্য কর‍‌ছেন। আমি শুরু থেকেই দর্শকদের সাথে আ‍‌ছি এবং তাদের এ প্রতিক্রিয়াকে স্বাগত জানাই। দর্শকরা— নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের কা‍‌ছে প্রশ্ন ‍‌ছুঁড়ে দিয়ে‍‌ছেন, টাকা দিলেই তারা সুলতান সুলেমান বানাতে পারবে কিনা। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মিডিয়া যতোদূর চিনে‍‌ছি, তাতে এ অভিমত রাখতে পারি যে, এমন যোগ্য লোক(বল) আমাদের দেশে নেই যাতে অর্থ পেলেও সুলতান সুলেমান বানানো সম্ভব। সুলতান সুলেমানের চেয়ে ঘটনাবহুল মুক্তিযুদ্ধ নিয়ে আজও 'বানিয়ে বানিয়ে সত্য ঘটনার' স্ক্রিপ্ট লেখা হয়। এ বিষয়ে কোনো রিসার্চ করার বাসনাও কারো মধ্যে নেই। সবচেয়ে বড় কথা, সুলতান সুলেমানের মতো ব্যয়বহুল সিরিয়াল বানানো ও তাতে লগ্নীকৃত অর্থ তুলে আনার সম্ভাবনা আমাদের দেশে নাই। তাই, এ চ্যালেঞ্জ ‍‌ছুড়ে দেয়াটা হাস্যকর।