Thursday 1 October 2009

একটা সিনেমা বানাতে চাই - ০২

আজকে কোনো কথা নয়। চলুন ফিল্ম দেখি বরং। ব্লগার মাহমুদুল হাসান রুবেল ৩ মিনিটের দৈর্ঘ্যে আপত্তি জানিয়েছেন। কিন্তু ৩ মিনিট আসলেই অনেক লম্বা সময়। বাংলাদেশের বর্তমান গল্পভিত্তিক বিজ্ঞাপনগুলো দেখলেই তা বোঝা যায়। স্বল্পদৈর্ঘ্যের ফিল্ম বানানো অনেক চ্যালেঞ্জের বিষয়।


একটা সিনেমা বানাতে চাই - ০১

*** *** ***

নিচের ফিল্মটির নাম টোকাই। নির্মাণ প্রতিষ্ঠান - রূপান্তর সিনেমা টিম। স্ক্রিপ্ট, চিত্রগ্রহণ, পরিচালনা - নাইমুল ইসলাম অপু, সম্পাদনা - ইশতিয়াক জিকো,



এবার একটি বিদেশী ফিল্ম দেখি। ফিল্মের নাম OFFICE. (ইউটিউবে আর কোনো ইনফো পেলাম না)



ছবি দুইটিরই দৈর্ঘ্য ৩ মিনিটের কম। কিন্তু দেখুন মনে হবে অনেকক্ষণ ধরেই দেখলেন।

যাই হোক এবার একটা টাস্ক দিই যারা আগ্রহী তাদের জন্য। ছবি দুটি প্রথম থেকে দেখুন। আর এ দুটি ছবিতে ক্লোজ শট, মিড শট এবং লং শট - মোট কতোবার ব্যবহার করা হয়েছে তা টুকে রাখুন

আপাতত এটুকুই। আমারফিল্ম.কম এ আপনার ফিল্ম দেখার প্রত্যাশায় রইলাম।

0 মন্তব্য: