রিয়েলিটি আর রোমান্টিসিজম পাশাপাশি চালিয়ে নেওয়া অনেক জটিল ব্যাপার। সংসারে তেল-নুন-পেঁয়াজের হিসেব ঢুকে গেলে ভালোবাসা উড়ে যায় - এমন প্রচলিত প্রবাদের পাশাপাশি এটাও সত্য তেল-নুনটার দরকার আছে।
Saturday, 24 July 2010
আষাঢ়ের গপসপ - আপনার মাউসের ক্লিকের অপেক্ষায় ...

Friday, 26 March 2010
Durex বৃটিশ সেক্স সার্ভে ২০১০
১২,০০০ জনের উপর অনলাইন এ জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে বৃটিশ ট্যাবলয়েড দ্য সান পত্রিকায়। জরিপের চুম্বক অংশগুলো হচ্ছে -
- ৩২.৫ শতাংশ বৃটিশ জনগণের মোট সেক্সুয়াল পার্টনার হলো ২-৫ জন যেখানে ১০০ এর উপর সেক্স পার্টনার ছিলো ১.৭ শতাংশ জনগণের।
- নিয়মিত পর্ণো দেখে থাকেন ৮৫.২ শতাংশ বৃটিশ জনগণ এবং ৪৫.১ শতাংশ জনগণ ফোন সেক্স ভালোবাসেন।
- ৬৫ শতাংশ বৃটিশ জনগণ তাদের পার্টনারের সঙ্গে সেক্সুয়াল প্রতারণা করবেন না বলে জানিয়েছেন।
Thursday, 18 February 2010
কীভাবে লিখবেন 'মুভি রিভিউ'

Friday, 5 February 2010
এখন আমিই ‘জয়িতা’ - বলেছেন অভিনেত্রী তিশা। হায়! তিশাদের কেন আমরা ‘পূরবী’ সাজাই না!?

Wednesday, 20 January 2010
একটি কথা শুনো বলি, মিছে কথা নয়। চোখের আড়াল হইলেও সে, হৃদয় জুড়ে রয়।

আজ লণ্ডন সময় ভোর ৩.৩০ মিনিটে মাত্র ৩৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মাত্র ৫ বছর তার সঙ্গে কাটিয়েছি তাতেই যতোটা আপন হয়ে উঠেছিলেন তাতে বুঝি তার বন্ধুদের মানসিক অবস্থা।
চরম হাসিখুশি, সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকা প্রাণোচ্ছল এই তরুণ ছিলেন বিলেতের বাংলাদেশী টেলিভিশন 'চ্যানেল এস' এর হেড অফ প্রোগ্রামস। সিলেট রেডিওর সংবাদপাঠক থেকে শুরু করে থিয়েটারের চণ্ডীপাঠ পর্যন্ত সবই করতেন সৃষ্টিশীল এই মানুষটি। লণ্ডনেও চালু করেছিলেন থিয়েটার চর্চা।
Subscribe to:
Posts (Atom)