Wednesday 20 January 2010

একটি কথা শুনো বলি, মিছে কথা নয়। চোখের আড়াল হইলেও সে, হৃদয় জুড়ে রয়।

আমি কখনো কবিতা লিখি নাই তেমন করে। তাই পোস্টের শিরোনামটিও আমার নয়। মানুষ বলে সে নাকি মৃত্যুর কথা আগেভাগেই টের পায়। কী জানি .... পোস্টের শিরোনামটি আমার বন্ধু, কলিগ রাজীব দেব মান্নার

আজ লণ্ডন সময় ভোর ৩.৩০ মিনিটে মাত্র ৩৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মাত্র ৫ বছর তার সঙ্গে কাটিয়েছি তাতেই যতোটা আপন হয়ে উঠেছিলেন তাতে বুঝি তার বন্ধুদের মানসিক অবস্থা।

চরম হাসিখুশি, সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকা প্রাণোচ্ছল এই তরুণ ছিলেন বিলেতের বাংলাদেশী টেলিভিশন 'চ্যানেল এস' এর হেড অফ প্রোগ্রামস। সিলেট রেডিওর সংবাদপাঠক থেকে শুরু করে থিয়েটারের চণ্ডীপাঠ পর্যন্ত সবই করতেন সৃষ্টিশীল এই মানুষটি। লণ্ডনেও চালু করেছিলেন থিয়েটার চর্চা।


অত্যধিক সীমাবদ্ধতার ভেতর থেকেও অনবরত চেষ্টা করে গেছেন চ্যানেলের অনুষ্ঠানের মান বৃদ্ধিতে। ক্যান্টিনের আড্ডা মাতিয়ে রাখতেন। ভালো চা বানাতে পারতেন বলে তার কাছেই আব্দার করতাম চা খেতে। বুকে ব্যথা হতো বলে সিগারেট ছেড়ে দিয়েছিলেন আর তাতেই কতো ঠ্যাস মেরে কথা শোনাতাম তাকে। যদি বুঝতাম এভাবে ছেড়ে যাবেন আমাদের ....

লিখতে পারছি না। আজ আমারব্লগে রাজীবের ব্লগ পড়তে গিয়ে চোখ ভিজে উঠছে। বার বারই আওড়াচ্ছি তার কবিতার চরণ

একটি কথা শুনো বলি,
মিছে কথা নয়।
চোখের আড়াল হইলেও সে,
হৃদয় জুড়ে রয়।


রাজীব আপনি আমাদের হৃদয় জুড়ে থাকবেন সবসময়।

1 মন্তব্য:

Anonymous said...

তাঁর আত্মার শান্তি কামনা করছি। এরকম বন্ধুদের হারিয়ে যাওয়াকে এখনও অনুভব করতে হয়নি, আশা করছি হবেও না। অন্তত আমি থাকতে না। এর একটা কারন হতে পারে, আমি বন্ধুত্বকে খুব প্রাধান্য দিতে পারি না..

"তুই বড় জিতে গেলি ব্যাটা। তোর তারুন্য, তোর উচ্ছ্বাস, তোর হাসি, স্বপ্নমাখা চোখে বার্ধক্য স্পর্শ করবেনা আর!"
-কথাটায় কী আছে? আফসোস? কষ্ট? অন্য কিছু? ..