Saturday 5 January 2013

'বাঙালি' / 'বাংলাদেশী'

'বাঙালি' আপনার জাতিগত পরিচয়, আর 'বাংলাদেশী' আপনার ভৌগলিক পরিচয়। পৃথিবীর প্রায় সবদেশেই এক ভৌগলিক সীমারেখায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। পাশের দেশ ইণ্ডিয়ায় নানা জাতি যেমন, বাঙালি, তামিল, মারাঠি ইত্যাদি রয়েছে, কিন্তু তারা ভৌগলিকভাবে ভারতীয়। বাংলাদেশের কথা ধরা যাক। পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমা, মগ, মুরং সহ বিভিন্ন জাতি বাস করে, তারা বাঙালি না। বাট ভৌগলিকভাবে বাংলাদেশী। আবার মধ্যপ্রাচ্যের কথা ধরুন, জাতিগতভাবে বেশিরভাগই আরব কিন্তু ভৌগলিকভাবে কেউ ইরানি, ইরাকি, কুয়েতি, সৌদীআরবীয়, মিশরীয় ইত্যাদি। এক জাত (আরব) হয়ে যদি ভিন্ন ভৌগলিক সীমারেখায় (ইরাক, ইরান, সৌদি ইত্যাদি) বাস করা যায় তবে বাঙালি জাতি কেন ইণ্ডিয়া আর বাংলাদেশে বাস করতে পারবে না? সো বাঙালি বললে আপনার নিজেকে পশ্চিমবঙ্গীয় ভাবার দরকার নেই। এটা ভুল প্রচার করে ছাগুরা।

'বাঙালি' হওয়াটা আপনার জিন, আপনার বাবা ছিলেন, দাদা ছিলেন, তারও বাবা-দাদা বাঙালি ছিলেন। এখন রাজনৈতিক কর্মকাণ্ডে কিছু বাঙালি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় থেকে গেছে, কিছু বাঙালি দেশ স্বাধীন করে বাংলাদেশে আছেন। তাই বলে রাজনৈতিক ভাগাভাগিতে আপনি আপনার 'বাঙালি' পরিচয় নিয়ে কুণ্ঠীত হবেন কেন? পশ্চিমবঙ্গের লোকেরা নিজেদের বাঙালি বলে দেখে আপনি আপনার বাঙালি পরিচয় দিবেন না? এটা তো চোরের উপর রাগ করে মাটিতে বসে ভাত খাওয়ার মতো অবস্থা।

এবার বলুন তো, আপনার কোনো আত্মীয় যদি আমেরিকা বা বৃটেনের পাসপোর্ট নিয়ে নাগরিক হয়ে নিয়মিত বসবাস শুরু করে, তবে তার জাতিগত পরিচয় 'বাঙালি' (আপনার মতে বাংলাদেশী) থেকে চেঞ্চ হয়ে 'আমেরিকান' বা 'ইংরেজ' হয়ে যাবে? হবে না। তিনি বড়জোর 'আমেরিকান' বা 'ব্রিটিশ' হবে ভৌগলিক অর্থে। কিন্তু তিনি 'বাঙালি'ই থাকবেন জাতিগতভাবে।
 
যারা নিজেদের 'বাংলাদেশী' পরিচয় দিতে বেশি ভালোবাসেন তারা কি জানেন আপনার এ 'বাংলাদেশী' পরিচয় চেঞ্চ হয়ে যেতে পারে? ঠিক যেমনটা চেঞ্চ হয়েছিল আপনার বাবার। আপনার বাবা 'পাকিস্তানি' থেকে 'বাংলাদেশী' হয়েছেন। তার এই ভৌগলিক পরিচয় চেঞ্চ হলেও কিন্তু তিনি সবসময়ই 'বাঙালি' থেকেছেন। উদাহরণস্বরূপ, বার্মা যদি আজকে বাংলাদেশ দখল করে ফেলে তাহলে আমরা ভৌগলিক অর্থে সবাই 'বাংলাদেশী' থেকে 'বার্মিজ' হয়ে যাব। কিন্তু আমাদের 'বাঙালি' পরিচয় বদলাবে না। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন 'বাঙালি' পরিচয়টা সবার আগে এবং সবচেয়ে গর্বের
এক কথায় আমরা,
জাতি = বাঙালি (মাতৃভাষা বাংলা)
জাতীয়তা (ভৌগলিক অর্থে) বা নাগরিক = বাংলাদেশী (যে কোনো ভাষাভাষী)
ধর্ম = যার যার তার তার।

3 মন্তব্য:

Unknown said...

জাতীয়তা = বাংলাদেশী ।
Tender business bangladesh dhaka bid auction purchase sales bangla.

litonhasan said...

ধন্যবাদ, লেখাটি পড়ে ভাল লাগলো। লেখাটায় কথা গুলো সঠিক ছিল। ছোট একটি তথ্য আপনার উপকারে আসতে পারে বাড়ি ভাড়া।

Top 10 Insurance Companies said...

Nice Article sir, Keep Going on... I am really impressed by read this. Thanks for sharing with us. Bangladesh National Flag Images.