ব্লগার শমশের বলল, নিয়ম থাকলে নিয়ম ভাংগার ইচ্ছাটাও বাড়ে। কথা সত্য, কিন্তু আমরা তো প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ম মেনে চলছি। সব তো ভেঙ্গে ফেলি না। বাসে লাইন ধইরা উঠি, টয়লেটের সামনে নিয়ম মাইনা কিউ ধরি। আমরা এতো নিয়ম মেনে আবার তার বিরোধিতা করি কেন? এসব ভাবতে ভাবতে আরেকটি শব্দ মনে পড়ল - ‘আচার’।
আমাদের দেশে স্কুলের পোলাপান ক্লাস নিতে টিচার এলেই দাঁড়িয়ে যায়। জানি না এইটা নিয়ম কিনা। অর্থাৎ আমি যদি না দাঁড়াইতাম তাহলে কি টিচার আমাকে নিয়ম ভঙ্গের জন্য মারত? (যদিও এরম ফাজলামো বহুত করছি, ধরা খাই নাই)। নাকি এইটা অনেককাল আগে থেকে ফলো করে আসায় একটা নিয়মে দাঁড়িয়েছে।
কেউ মারা গেলে পাশের বাড়ি থেকে মৃতবাড়িতে তিনবেলা খাবার যায়। এটি শিওর কোনো নিয়ম ছিল না। মানুষ সহমর্মিতার হাত বাড়িয়ে দীর্ঘদিন ধরে এটা পালন করে আসায় একটা আচারে পরিণত হয়েছে।
তারমানে কোনটা আচার আর কোনটা নিয়ম তার কিছু কিছু বোঝা যায়। কিন্তু সবগুলোই কি? সহজে বোঝার জন্য আচার আর নিয়মের সংজ্ঞা কি কি?
0 মন্তব্য:
Post a Comment