Saturday, 24 July 2010

আষাঢ়ের গপসপ - আপনার মাউসের ক্লিকের অপেক্ষায় ...

অনেকদিন থেকেই ইচ্ছে ছিলো একটি ইবুক করবো পুরো নিজ দায়িত্বে। এজন্য ‘প্রথম চাকরির প্রথম দিন’ শিরোনামে একটি বিষয়ও নির্বাচন করি। তবে ব্লগারদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় সেযাত্রায় কোনো ইবুক প্রকাশ করতে পারিনি। এদিকে বর্ষাও আসি আসি করছিলো, আমি পড়ছিলাম সুকুমার - খট করে ‘আষাঢ়ের গপসপ’ নামে একটি ইবুক করার আইডিয়া মাথায় জাগে।

এবারের ডাকে ব্লগাররা অনেকেই সাড়া দেন। তারা লেখা পাঠান। যদিও অনেক লেখাতেই আষাঢ়ে গল্পের মূলসুর মার খেলেও ইবুক প্রকাশের খাতিরে সবার লেখাই আমি গ্রহণ করি। তাই সম্পাদক বলে বাড়তি কোনো কাজ আমাকে করতে হয়নি। যথাসম্ভব চেষ্টা করেছি বানান শুদ্ধ রাখার জন্য।

আমারব্লগ.কম এ নিয়মিতভাবে ইবুক প্রকাশ হয়। যদিও আমার তীব্র সন্দেহ রয়েছে ওইসব ইবুকগুলো ব্লগাররা আদৌ পড়েন কিনা। পুরোনো লেখা নতুন মোড়কে দিলেই সেটা পড়ার আগ্রহ জাগাবে এমনটা আমি ভাবি না। এজন্য বিষয়ভিত্তিক ইবুক প্রকাশের ক্ষেত্রে আমার ঝোঁক বেশি। এছাড়াও আমি বিশ্বাস করি ইবুক হতে হবে সুন্দর-নজরকাড়া। শাদামাটা টাইপের ইবুক আমার উল্টাতে মন চায় না।

‘আষাঢ়ের গপসপ’ ইবুকের জন্য অনেক কষ্ট করে প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশন করে দিয়েছেন কার্টুনিস্ট আরিফ এবং পুরো ইবুকটি ডিজাইন করেছেন গ্রাফিক্স ডিজাইনার মিশু। তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। ইবুকে ব্যবহৃত কৌতুকগুলো নেওয়া হয়েছে ব্লগার বেলের কাঁটার ব্লগ থেকে। তাকেও ধন্যবাদ। লেখাগুলো ইউনিকোড থেকে বিজয়ে রূপান্তরিত করতে সচলায়তনের মুর্শেদের লেখনী পরিবর্তক ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ মুর্শেদ। সবশেষে ব্লগারদের কাছেও কৃতজ্ঞ থাকছি অনেক ব্যস্ততার মাঝেও তারা লেখা পাঠিয়েছেন বলে।

ইবুক প্রকাশে দেরি হওয়ার কারণ বিশ্বকাপ ফুটবল। এজন্য ক্ষমা চাইছি। আশা করছি সবাই ইবুকটি পড়বেন।

আষাঢ়ের গপসপ ডাউনলোড করুন।

যে কোনো সমালোচনা সরাসরি প্রত্যাশা করছি। ইবুক পছন্দ হলে ফেসবুক সহ সব জায়গায় ছড়িয়ে দিন।

0 মন্তব্য: