Monday 14 July 2008

বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে দাঁড়িয়ে গাইতে হয়?

ফুটবল বিশ্বকাপে দেখতে পাই নানান দেশের জাতীয় সঙ্গীত নানান ভঙ্গিতে গাইবার ভঙ্গি। কেউ ডানবুকে, কেউ বামবুকে হাত রেখে, কেউ দুইহাত ভাঁজ করে রেখে কেউ ডান অথবা বামদিকে মাথা ঘুরিয়ে রেখে, কেউ কেউ থুতনি উর্ধ্বমুখে তুলে জাতীয় সঙ্গীত গাইছে। ধরে নিয়েছিলাম এই ভঙ্গিগুলো হচ্ছে সেসব দেশের জাতীয় সঙ্গীত গাইবার সময় শ্রদ্ধা প্রদর্শনের উপায়।

ছোটবেলায় স্কুলে পিটি করার সময় জাতীয় সঙ্গীত গাইতাম। সেই থেকেই চর্চা শুরু। পিটিতে আমরা দুইহাত (মুষ্ঠিবদ্ধ অথবা খোলা) রানের কাছে চেপে ধরে দুপায়ের মাঝে চারআঙ্গুল ফাঁক রেখে সটান সামনের দিকে তাকিয়ে হেড়ে গলায় গাইতাম। জানতাম সেটাই হলো নিয়ম। এভাবে দাঁড়িয়েই জাতীয় সঙ্গীত গাইতে হয় অথবা জাতীয় সঙ্গীত গাইবার সময় এ ভঙ্গিতেই দাঁড়িয়ে গাওয়াটাই নিয়ম। এভাবেই সম্মান দেখাতে হয়।


কিন্তু আজকে ইউটিউবে ক্লোজআপ ওয়ান ২০০৮ এর অডিশনের বিভিন্ন ক্লিপ দেখছিলাম। সেখানে চট্টগ্রামের অডিশনে দেখলাম অংশগ্রহণকারীদের বেশিরভাগ বুকে হাত রেখে জাতীয় সঙ্গীত গাইছে। খটকা লাগল আমার কাছে। জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে গাইবার এই ভঙ্গি তো আমারদের নয়। নিয়ম কি চেঞ্জ হয়ে গেল?

দুইপায়ের পাশে দুই হাত সমান বিছিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইবার যে নিয়ম ছোটবেলায় শিখেছি এখন কি সেটা যার যার ইচ্ছেমতো ভঙ্গিতে গাওয়ার নিয়ম হয়েছে। আমাদের সেনাবাহিনী কিংবা রাষ্ট্র/সংবিধান কি বলে? এ ব্যাপারে কেউ কি ডিটেইলস জানেন?

পোস্টটি আমারব্লগে দেয়ার পর বিভিন্নজন কমেন্ট করেছেন এরকম।

**************************************************


0 মন্তব্য: