Thursday 11 December 2008

ব্লগ পরিক্রমা : ব্লগারদের খবর জানবেন যেখানে

ইন্টারনেট ব্যবহার করেন অথচ ব্লগ, বিশেষ করে বাংলা ব্লগের (কমিউনিটি কিংবা ফোরাম যাই বলি) খোঁজখবর রাখছেন না এমন ইউজার মেলা ভার। বাংলায় চালু ব্লগগুলোতে ঘুরে ফিরে জানা গেছে এখানকার ইউজার অষ্টম শ্রেণী পড়ুয়া থেকে শুরু করে ৫০ উর্ধ্ব বয়সী পর্যন্ত রয়েছেন। নতুন নতুন ব্লগ চালু হচ্ছে, ইউজারদের অংশগ্রহণও তাতে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে দলাদলিও। বাঙালির চিরাচরিত আবেগের (?) কারণে গোষ্ঠীবদ্ধ হয়ে যাচ্ছে ব্লগাররা। অমুক ব্লগার তমুক ব্লগে লিখতে পারেন না, তাই যান না; অমুক অমুক ব্লগাররা তমুক তমুক ব্লগসাইটকে এড়িয়ে চলেন - তাই যতোটা মিথস্ক্রীয়ার প্রয়োজন ততোটাই যেন হয়ে উঠছে না। ক্ষতি যেটা হচ্ছে তা হলো অনেক ভালো লেখা আমরা মিস করছি।


যে কোনো সাইটের জন্য ইউজাররাই প্রধান। ভিন্ন ভিন্ন নামে গড়ে উঠা ব্লগগুলোর প্রাণ হচ্ছে এই ব্লগাররাই। যে কোনো সাইটের মান নির্ধারণ করেন তারাই। প্রত্যেকটি ব্লগ সাইটে রয়েছে কিছু নিবেদিত ব্লগার। যারা নির্দিষ্ট কোনো সাইট ছাড়া অন্য কোনো ব্লগসাইট ভিজিট করেন না। এছাড়াও আন্তর্জালে ছড়িয়ে থাকা বিভিন্ন ব্লগারদের ব্যক্তিগত ব্লগগুলোও সম্পর্কেও ধারণা রাখেন না। ফলে মিস করছেন তাদের চিন্তাভাবনা কিংবা সাম্প্রতিক বিষয়গুলোতে তাদের মতামত।

আগেই বলেছি ব্লগাররাই হচ্ছে মূল। তাই এই ব্লগ পরিক্রমায় কোনো ব্লগসাইট সম্পর্কে বলা হবে না। ব্লগারদের পোস্ট, মন্তব্য এগুলো নিয়েই সাজানো হবে পরিক্রমা। প্রয়োজনীয় লিংক দেয়া হবে। কোনো ব্লগেই লেখেন না, অথচ নিভৃতে লিখে যাচ্ছেন তার ব্যক্তিগত ব্লগে - তুলে আনা হবে সেইসব ব্লগারদের কথা। আন্তর্জালে এমনই ছড়িয়ে থাকা বিচ্ছিন্ন দ্বীপের মতো ব্লগারদের ব্লগগুলোকে পরিচিত করে দেয়া হবে আপনাদের সবার সঙ্গে। 

ব্লগাররা যেন কোনো ব্লগসাইটের মনোপলিতে না পড়েন, আরো বেশি পরিমাণ ব্লগ যেন পড়তে পারেন, সেটা বাংলা ভাষারই হোক কিংবা ইংরেজিই হোক, আমরা চেষ্টা করব সেসব ব্লগের খবর আপনাদের জানাতে।

আপনার ব্যক্তিগত ব্লগ কিংবা পরিচিত কারো ব্লগ সম্পর্কে জানাতে চাইলে এখানে লিংক জানিয়ে দিন। আমরা মনিটর করব সেই ব্লগকে। নতুন কোনো লেখা আসলে জানিয়ে দেব সবাইকে। কোনো সেলিব্রিটি (উদাহরণ আমির খান) কিংবা কোনো গায়ক কিংবা কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির ব্লগ সম্পর্কে যদি আপনার জানা থাকে তার লিংকও এখানে জানিয়ে দিন।

মোট কথা আমরা চাই, বাংলা ব্লগসাইটগুলোর সকল ব্লগারদের, আন্তর্জালে ছড়িয়ে ছিটিয়ে থাকা (বিভিন্ন জাতি, ভাষাভাষির) ব্লগারদের সঙ্গে একটি যোগসূত্র।

ব্লগ পরিক্রমা নিয়মিতভাবে অর্থাৎ সাপ্তাহিক কিংবা মাসিক এরকম হবে না। ৫ দিন পর অথবা ১০ দিন পর অথবা ৭ দিন পরপরও প্রকাশ হতে পারে। বাংলায় অডিও এবং স্ক্রিপ্ট সহ ব্লগ পরিক্রমায় ব্লগারদের পোস্ট, মন্তব্য নিয়ে আলোচনা হবে। প্রয়োজন আপনার সহায়তা।

1 মন্তব্য:

Anonymous said...

Attn :

Dear Mr. A. Hassan
Hi..congreets. You are Right to have a common plat form for Bloggers regardless of Language Boarder. Internet Itselp a pioneer in Globalisation.

My dear Brother,sorry!! I am Very much Poor in Bangla Typing. Please
Never mind to vidit me at :
www.baba08.blogspot.com
www.desh08.blogspot.com
www.leku-emim-bd.blogspot.com
www.cusa78.blogspot.com A Chittagong University Alumni'78 Blog.

My note of decent for your Blog is that the font you are using is so thin and trouble some for Happy Reading ! Appreciate your steps, move forward to get to gather all blogger in and arround Bangladesh first and wishing you every success.
W. regards
md. Leakat ali leku
Chittagong
Bangladesh
01558 571 800 1554 332584
031 670452 E ID : lekuctg@yahoo.com
lekubd@gamil.com