Wednesday 12 November 2008

Britain & Sex 2008 - Homosexuality and Safe Sex

গেল অক্টোবর মাসের ২৬ তারিখে বৃটেনের পত্রিকা The Observer একটি সাপ্লিমেন্টারি বের করে SEX UNCOVERED নামে। এতে বৃটেনবাসীর সেক্স ও তাদের চিন্তাভাবনাগুলো উঠে আসে। সেই জরিপের চুম্বক অংশগুলো ধারাবাহিকভাবে পোস্ট আকারে দেয়া হলো।

আজ হলো শেষ পর্ব



HOMOSEXUALITY and SAFE SEX 

আপনি কখনো সমকামিতায় লিপ্ত হয়েছেন?
  • ১৩% বলেছেন হ্যা
  • ৮৭% বলেছেন না
৬% বৃটেনবাসী স্বীকার করেছেন তারা সমকামী কিংবা উভকামী। ১৬% নারী সেক্স করেছেন অন্য নারীর সঙ্গে যেখানে ১০% পুরুষ অন্য পুরুষদের সঙ্গে সেক্স করেছেন। ১৬-২৪ বছর বয়সীদের ২০% সমকামিতায় লিপ্ত হয়েছেন।
আপনি কি সমকামিদের বিয়ে সমর্থন করেন?
  • ৫৫% বলেছেন হ্যা
  • ৪৫% বলেছেন না
সমকামি জুটিদের সন্তান দত্তক নেয়া সমর্থন করেন?
  • ৪৪% বলেছেন হ্যা
  • ৫৬% বলেছেন না
বর্তমানে প্রচলিত প্রাপ্তবয়স্ক হবার বছর (১৬ বছর)
থেকেই সমকামিদের সেক্স সমর্থন করেন?
  • ৬০% বলছেন ১৬ বছর থেকেই হতে পারে
  • ৪০% বলেছেন আরো বেশি বয়স থেকে হওয়া উচিত
গে-সেক্সকে আইনের ভিত্তি দেয়া সমর্থন করেন?
  • ২৪% বলেছেন হ্যা
  • ৭৬% বলেছেন না
২০০৫ সাল থেকে সমকামিদের বিয়ে বৃটেনে আইনগতভাবে প্রতিষ্ঠিত। কিন্তু ৪৫% জনগণ এখনো বিশ্বাস করেন যে ‘গে’ বিয়ে আইনের সমর্থন পাওয়া উচিত না। ২০০২ সালে এ সংক্রান্ত একটি জরিপে ৫০% বৃটেনবাসী ‘গে-বিয়ে’ সমর্থনে ‘না’ সূচক মন্তব্য করলেও বৃটেন সরকার সিভিল পার্টনারশিপ এ্যাক্ট-এ গে-বিয়ে সমর্থন করে শুধুমাত্র ৫% জনগণের সমর্থন নিয়ে। পুরুষদের ৫৫% এবং নারীদের ৩৬% এ জরিপে সমকামিদের বিরোধিতা করেছেন। দেখা গেছে ১৬-২৪ বছর বয়সীদের ৩৭% সহ বেশি বয়সী বৃটেনবাসীদের বেশিরভাগই সমকামিদের বিরুদ্ধে। তবে সব হিসেব মিলিয়ে পরিসংখ্যানে বলা হয়েছে যে প্রতি ৪ জনের মধ্যে ১ জন (২৪%) বৃটেনবাসী সমকামিদের আইনগত ভিত্তি দেয়ার পক্ষে রয়েছেন। এ সমর্থনের পাল্লা গত ২০০২ সালের চেয়ে ১% বৃদ্ধি পেয়েছে। সমকামিদের সম্পর্কে উপরের সবগুলো প্রশ্নের আলোকে দেখা গেছে যে নারীদের চেয়ে বেশিসংখ্যক পুরুষরা সমকামীদের অসমর্থন জানিয়েছেন।

SAFE SEX

সাধারণত কোন ধরণের গর্ভনিরোধক পদ্ধতি আপনি ব্যবহার করেন?
  • কনডম = ৩১%
  • পিল = ২৪%
  • কয়েল = ৫%
  • স্প্যারমিসাইড = ১%
  • অন্যান্য = ২০%
আপনি কি যৌনবাহিত রোগে ভুগেছেন?
  • ১২% বলেছেন হ্যা
  • ৮৮% বলেছেন না
বৃটেনবাসীর ২৪% গর্ভনিরোধকের বিষয়টি তাদের সেক্স পার্টনারের সিন্ধান্তের উপর ছেড়ে দেন। অন্যদিকে পুরুষদের ১৩% এবং নারীদের ১০% যৌনরোগে ভুগেছেন বলে জানিয়েছেন। তবে আশঙ্কার কথা এই যে গত ২০০২ সালের পর থেকে যৌনরোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩% এবং এই বৃদ্ধির হার পুরুষের চেয়ে নারীদের মধ্যেই বেশি। ২৫-৩৪ বছর বয়সীদের ১৯% যৌনরোগে ভুগেছেন।

আপনি কখনো HIV টেস্ট করেছেন?
  • ১৯% বলেছেন হ্যা
  • ৮৮% বলেছেন না
HIV টেস্ট করেছেন এমন বৃটেনবাসীর সংখ্যা গত ২০০২ সালে ছিল ১৩%, বর্তমানে ২০০৮ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৯% এবং এই বৃদ্ধির হার নারীদের মধ্যেই বেশি। শুধু তাই নয়, গত ৬ বছরে নারীদের HIV টেস্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ গুণ। ২৫-৩৪ বছর বয়সীদের ৩২% HIV টেস্ট করেছেন। 

যৌনরোগ সম্পর্কে আপনি কতোটুকু ভীত?
  • ১৪% = খুবই ভয় পান
  • ২১% = মোটামুটি ভয় পান
  • ২৪% = তেমন ভয় পান না
  • ৪১% = একদমই পাত্তা দেন না
উপস! যৌনরোগ বৃদ্ধির এই সময়ে যৌনরোগ সম্পর্কে ভীত হচ্ছেন এমন বৃটেনবাসীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। গত ২০০২ সালে যৌনরোগ সম্পর্কে সচেতন কিংবা ভীত হওযা ৫২% জনগণ কমে গিয়ে২০০৮ সালে হয়েছে ৩৫%। তরুণ প্রজন্মের মাঝেও একই চিত্র দেখা গেছে। ২০০২ সালে ১৬-২৪ বছর বয়সীদের ৬৯% বলেছিলেন যে তারা যৌনরোগ সম্পর্কে বেশি কিংবা মোটামুটি ভীত, ২০০৮ সালে সেই একই বয়সীদের মাত্র ৫৩% বলছেন যে তারা যৌনরোগ সম্পর্কে বেশি কিংবা মোটামুটি ভীত।

HIV এবং AIDS এর প্রকোপ/ বিস্তার সম্পর্কে আপনার ভাবনা
  • ৪% বলেছেন = সমকামি এবং মাদকাসক্তরাই HIV রোগে ভুগতে পারেন
  • ১০% বলেছেন = অতীতে HIV এর প্রকোপ থাকলেও বর্তমানে তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে
  • ৮৬% বলেছেন = আগে থেকেই সতর্কতা অবলম্বন না করলে HIV প্রত্যেকের মাঝেই বিস্তার পেতে পারে।
৮১% বৃটেনবাসী মনে করেন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস বা যৌনরোগ বৃদ্ধি হওয়ায় সরকারের উচিত তা রোধকল্পে আরো বেশি অর্থের যোগান দেয়া। বেশিরভাগ জনগণ যদিও মনে করছেন HIV কিংবা AIDS প্রতিরোধে আগে থেকেই সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু ২৯% বৃটেনবাসী এখনো 'নিরাপদ সেক্স' করছেন না তাদের নতুন পার্টনারদের সঙ্গে। প্রতি ৫ জনের ১ জন বৃটেনবাসী এ ব্যাপারে তাদের পার্টনারের উপর নির্ভর করে। ভয়াবহ ব্যাপার হচ্ছে আগে যৌনরোগ ভুগেছেন এমন বৃটেনবাসীর ২৪% এখনো নিরাপদ সেক্স করছেন না এবং ১৬% এখনো তাদের পার্টনারের উপর বিশ্বাস করছেন।

তবে সবচেয়ে মজার তথ্য হলো, ২০০২ সালে 'অনিরাপদ সেক্স' করেছেন এমন পুরুষদের সংখ্যা ছিল 'অনিরাপদ সেক্স' করেছেন এমন নারীদের দ্বিগুণ যেটা এই ২০০৮ সালে এসে নারী ও পুরুষের সংখ্যা সান হয়ে গেছে। অর্থাৎ নারীরা আগের চেয়ে 'অনিরাপদ সেক্স' বাড়িয়ে দিয়েছেন।




* * * *
১০৪৪ জন প্রাপ্তবয়স্ক (১৬ কিংবা তদুর্ধ্ব বয়সী) বৃটেনবাসীর উপর গত সেপ্টেম্বরে এ জরিপ পরিচালনা করে ICM Research.
* * * *
প্রথম পর্ব : Britain & Sex 2008 - Quantity and Quality
দ্বিতীয় পর্ব : Britain & Sex 2008 - Manhood and Monogamy
তৃতীয় পর্ব : Britain & Sex 2008 - Home and Away

0 মন্তব্য: