Friday 7 November 2008

Britain & Sex 2008 - Manhood and Monogamy

গেল অক্টোবর মাসের ২৬ তারিখে বৃটেনের পত্রিকা The Observer একটি সাপ্লিমেন্টারি বের করে SEX UNCOVERED নামে। এতে বৃটেনবাসীর সেক্স ও তাদের চিন্তাভাবনাগুলো উঠে আসে। সেই জরিপের চুম্বক অংশগুলো ধারাবাহিকভাবে পোস্ট আকারে দেয়া হবে।

আজ হলো দ্বিতীয় পর্ব – MANHOOD AND MONOGAMY


বৃটিশ পুরুষরা তাদের ‘সাইজ’ নিয়ে কতোটুকু সন্তুষ্ট
  • ৮৬% বলেছেন সন্তুষ্ট
  • ১৪% বলেছেন অসন্তুষ্ট
দেখা যাচ্ছে যে বেশিরভাগ পুরুষই তাদের ‘সাইজ’ নিয়ে সন্তুষ্ট যদিও তরুণ প্রজন্মের ১৮% ‘সাইজে’ তাদের অসন্তোষ প্রকাশ করেছেন বলে জরিপে প্রকাশ পেয়েছে।

বৃটিশ জনগণ ‘সেক্স এইড’ হিসেবে ‘সেক্স টয়’
ব্যবহার করেন কিনা এ প্রশ্নে
  • ৪৫% বলেছেন ব্যবহার করেন
  • ৫৫% বলেছেন ব্যবহার করেন না
নারী-পুরুষ লিঙ্গ নির্বিশেষে ‘সেক্স টয়’ ব্যবহারের এ বিষয়ে, পরিসংখ্যানে জানানো হয় যে ২৫-৩৪ বছর বয়সীদের ৬৭% টয় ব্যবহারে সিদ্ধ যেখানে ৬৫ কিংবা তদুর্ধ্ব বয়সীদের মাত্র ১১% ‘সেক্স টয়’ নিয়ে খেলা করেন (আজিব বাত, ৬৫+ বয়সীদের সবারই তো এখন একা একা খেলাধুলা করার বয়স! কি জানি পোষা প্রাণী, যেমন কুকুরকে বোধহয় সেক্স টয়ের ক্যাটাগরীতে ফেলা হয় না)। যাই হোক, ইংল্যান্ডের নর্থ অঞ্চলের (ম্যানচেস্টার, ডারহাম, কামব্রিয়া, ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, লিঙ্কনশায়ার ইত্যাদি) অর্ধেকেরও বেশি জনগণ (৫৫%) ‘সেক্স টয়’ বিষয়ে অজ্ঞান।

বৃটিশ জনগণ তাদের পার্টনারের সাথে কখনো ‘আনফেইথফুল’ হয়েছে কিনা জানতে চাইলে
  • ১৮% বলেছেন হ্যা
  • ৮২% বলেছেন না
যে ১৮% ‘আনফেইথফুল’ হয়েছেন তাদের মধ্যে
  • ১০% নিয়মিতভাবে
  • ৩২% মাঝে মাঝে
  • ২৯% হঠাৎ করেই
  • ২৯% মাত্র একবার আনফেইথফুল হয়েছেন
যারা তাদের সঙ্গী/সঙ্গীনীর সঙ্গে এ মুহূর্তে স্থিতিপূর্ণ সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি ৫ জনের মধ্যে ১ জন তাদের সঙ্গী/সঙ্গীনীর প্রতি আনফেইথফুল হয়েছেন। পুরুষদের ২২% এবং নারীদের ১৩% তাদের সঙ্গী/সঙ্গীনীর প্রতি বিশ্বাস ভঙ্গ করেছেন। নর্থ ইংল্যান্ডের (রাশেদের জায়গা) জনগণের ২৮% তাদের সঙ্গী/সঙ্গীনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একগামিতায় বিশ্বাসীদের ১২% তাদের সঙ্গী/সঙ্গীনীকে প্রতারিত করেছেন।

যে ১২% জনগণ  তাদের পার্টনারের সঙ্গে ‘আনফেইথফুল’ হয়ে যার সঙ্গে সেক্স করেছেন তিনি কি পার্টনারের বন্ধুস্থানীয় অথবা পরিচিত কেউ?
  • ৫৬% বলেছেন হ্যা
  • ৪৪% বলেছেন না
দেখা যাচ্ছে যে অর্ধেকেরও বেশি জনগণ তাদের পার্টনারের বন্ধুস্থানীয় অথবা পরিচিত কারো সঙ্গে সেক্স করে তাদের পার্টনারকে চিট করেছেন। এক্ষেত্রে আবারও নর্থ ইংল্যান্ডের উদাহরণ টানতে হচ্ছে (রাশেদ-সাধু সাবধান)। এ অঞ্চলের জনগণ তাদের পার্টনারের পরিচিত কিংবা বন্ধুস্থানীয় কারো সঙ্গে সেক্স করে নিজ নিজ পার্টনারকে ‘চিট’ করতে বেশি পছন্দ করছেন।

আপনার পার্টনার আপনার প্রতি ‘আনফেইথফুল’ হয়েছেন কিংবা আপনাকে ‘চিট’ করেছেন বলে আপনি কি জানেন?
  • ১২% বলেছেন তারা জানেন
  • ৮৮% বলেছেন তারা জানেন না আদৌ পার্টনার কর্তৃক চিট হয়েছেন কিনা
বৃটিশ জনগণের ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ পরিসংখ্যানটি এরকম
  • ৪৯% বলেছেন হ্যা
  • ৫১% বলেছেন না
পাবে, পার্টিতে, রাস্তায় যে কোনো ভাবে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়া এবং সেই সাময়িক পরিচয়ের সূত্রে তার সঙ্গে সেক্স ঘটে যাওয়া এবং পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ না থাকার বিষয়টিকেই ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ আখ্যা দেয়া হয়। সাধারণত ফ্রাইডে ও স্যাটারডে নাইট কিংবা হলিডেতে এ ধরণের ঘটনাগুলো বেশি ঘটে থাকে। পরিসংখ্যানে জানানো হয়, এই ওয়ান নাইট স্ট্যান্ডের ঘটনায় তাদের সঙ্গী/সঙ্গীনীর নাম মনে করতে পারেন না ২১% জনগণ এবং নাম মনে করতে পারেন ৭৯% জনগণ। ওয়ান নাইট স্ট্যান্ডের ঘটনায় পুরুষদের সংখ্যা ৫৭% এবং নারীদের সংখ্যা ৪২%। ২৫-৪৪ বছর বয়সীদের ৬৪% এবং ৬৫ কিংবা তদুর্ধ্ব বয়সীদের ২৪% ওয়ান নাইট স্ট্যান্ড করেছেন। স্কটল্যান্ডের অর্ধেকেরও বেশি ৫৮% জনগণ ওয়ান নাইট স্ট্যান্ড ভালোবাসেন। পরিসংখ্যানে পরিষ্কার করা হয়েছে যে এই ওয়ান নাইট স্ট্যান্ডের ঘটনায় প্রতি ৫ জনের মধ্যে ১ জন তাদের সঙ্গী/সঙ্গীনীর নাম মনে করতে পারেন না। আর ওয়ান নাইট স্ট্যান্ড সম্পর্কের ক্ষেত্রে নারীরা পুরুষদের নাম জিজ্ঞাসা করে অহেতুক ঝামেলার সৃষ্টি করে বলে জরিপে বলা হয়েছে।

একগামীতা কি প্রাকৃতিক – প্রশ্নে
  • ৭০% বলেছেন হ্যা
  • ৩০% বলেছেন না
একগামীতা কি আপনার কাঙ্ক্ষিত?
  • ৭৯% বলেছেন হ্যা
  • ২১% বলেছেন না
বেশিরভাগ বৃটেনবাসী মনে করেন একগামিতা প্রাকৃতিক এবং এটাই তারা কাম্য করেন। নারীদের মধ্যে ৭৫% একে প্রাকৃতিক/ স্বাভাবিক এবং ৮৬% এটাই বাস্তবতা/ কাম্য/ আকাঙ্ক্ষিত মনে করেন। এক্ষেত্রে তরুণ প্রজন্ম একটু উদার চিন্তা করছে। যেখানে ৬৫ কিংবা তদুর্ধ্ব বয়সী বৃটেনবাসীর ৮৯% একগামীকেই ন্যাচারাল ভাবছেন সেখানে ১৬-২৪ বছর বয়সী বৃটেনবাসীর ৬৪% একগামীকে ন্যাচারাল ভাবছে। অর্থাৎ তরুণ প্রজন্মের (১৬-২৪ বছর) বাকি ৩৬% শুধুমাত্র একগামীকেই ন্যাচারাল/প্রাকৃতিক/ কাম্য/ আকাঙ্ক্ষিত/ বাস্তবতা ভাবছেন না।

পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোন উপাদানকে
বেশি গুরুত্ব দেন বৃটেনবাসী
  • ৫৯% = বিশ্বাস
  • ১৪% = যোগাযোগ
  • ১১% = যৌনতা
  • ৭% = হাস্যরস, উচ্ছ্বলতা
  • ৫% = অর্থ
  • ৪% = সাম্যতা

* * * *
১০৪৪ জন প্রাপ্তবয়স্ক (১৬ কিংবা তদুর্ধ্ব বয়সী) বৃটেনবাসীর উপর গত সেপ্টেম্বরে এ জরিপ পরিচালনা করে  ICM Research.
* * * *

প্রথম পর্ব : Britain & Sex 2008 - Quality and Quantity 
তৃতীয় পর্ব : Britain & Sex 2008 - Home and Away

1 মন্তব্য:

সুমন রহমান said...

ব্লগ সুন্দর হয়েছে অলৌকিক। শুভেচ্ছা।